জেনে নিন ফ্রি গ্রাফিক ডিজাইনারদের জন্য সেরা ৪৫টি ভেক্টর সাইট

আমাদের ডিজাইনের প্রয়োজনে কমবেশি সব ডিজাইনারেরই ভেক্টর আর্ট নিয়ে কাজ করতে হয়। আর এজন্য উপযুক্ত ভেক্টর আর্টটি বাছাই করতে আমাদের সবাই কেই গুগলের সাহায্য নিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় কিংবা উপযুক্ত ভেক্টর আর্টটি খুঁজে পেতে সমস্যায় পড়েন। কিন্তু অনলাইনে শুধু ভেক্টর আর্ট ডাউনলোডের জন্যই সেরা কিছু ফ্রি সাইট আছে যা প্রত্যেক ডিজাইনারকেই অহেতুক সময় নষ্ট থেকে রক্ষা করবে। এর কারণে ডেডলাইনের মধ্যে তড়িঘড়ি করে কোনো প্রজেক্ট জমা দেয়ার কোনো বিড়ম্বনা থাকবে না।

তাই আজ আমি গ্রাফিক ডিজাইনারদের ফ্রি ভেক্টর আর্টের জন্য সেরা কিছু সাইট নিয়ে এসেছি আশা করি আপনাদের পছন্দ হবে.

ফ্রিতে গ্রাফিক ডিজাইনারদের জন্য সেরা ৪৫টি ভেক্টর সাইট

১। keowstudio

প্রিমিয়াম এবং বান্ডিল ও সেরা ভেক্টরের জন্য keowstudio একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ,বান্ডিল , অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।

২। Freepik

প্রতিদিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সকল ফ্রি ভেক্টর খুঁজে পেতে Freepik সাইটের কোনো জুড়ি নেই। Freepik এর ডেভেলপাররা নিজেদের ফ্রি ভেক্টর ইমেজ ডাউনলোড করার জন্য সেরা সাইট বলে দাবি করে। ফ্রি ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন, আইকন, PSD ফাইল প্রভৃতি ডাউনলোডের জন্যও Freepik এর কোনো তুলনা নেই। প্রায় দশ লক্ষ ফ্রি ভেক্টর ও ইমেজ পাওয়া যাবে এখানে। আর আর এই ফাইলগুলো AI, EPS ফরম্যাটে ডাউনলোড করা যাবে।

৩। Vector4Free

এখানে বর্ণিত অন্যান্য সাইটের তুলনায় এই সাইটের সবগুলোই ভেক্টর বেশ উন্নতমানের এবং সেরা। এইখানে অনেক  ফ্রি ভেক্টর ইমেজ পাওয়া যাবে এখানে যা ডিজাইনাররা তাদের ব্যক্তিগত ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কমার্শিয়াল কাজে ব্যবহার করার আগে অবশ্যই এই সাইটের শর্তাবলি ভালোভাবে পড়ে নেয়া উচিত!

৪। Vectorjunky

এই সাইটেও প্রচুর ফ্রি ভেক্টর আর্ট পাওয়া যাবে ডিজাইনের জন্য। এই সাইটটিতে অনেক ডিসাইন এলিমেন্টস আছে এবং বড় ও অন্যতম আর্টিস্ট কমিউনিটি এটি। ক্যাটাগরি ও সার্চ ইঞ্জিন থেকে খুব সহজেই তাই যেকোনো ভেক্টর আর্ট ও স্টক ইমেজ ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।

৫। Freevector

এই সাইটে প্রায় 15k(১৫ হাজার ) ভেক্টর সেটের সমন্বয়ে গঠিত একটি অপূর্ব সাইট। যারা তাদের নিজস্ব কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে চান তারা একবার এই সাইটে ঢুঁ মেরে দেখতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির ফ্রি ভেক্টর খুঁজে পেতে ও ডাউনলোড করতে এই সাইটে ঘুরে আসতে পারেন।

৬। Silhouette

এই সাইটেও আপনারা silhouette সব ধরনের ভেক্টর ফাইল খুঁজে পাবেন যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।

৭। Freeimages

এই সাইটে প্রায় ২,৮০,০০০ ভেক্টর ইমেজ পাওয়া যাবে যা সম্পূর্ণ বিনামূল্যে ডিজাইনের কাজে ব্যবহার করা যাবে। কাজের সুবিধার জন্য এই লোগো ও আইকন সকল ডিজাইনারকেই বেশ ভালো কাজে দিবে। এখানে লোগো ও আইকন পৃথকভাবে খুঁজে পেতে এগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে।

৮। Freedesignfile

Freedesignfile এ সাইটটি ভেক্টরের জন্য একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ, অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।

৯। Freevectormaps

ফ্রি ভেক্টর বিশ্ব মানচিত্র (World Map vector ) ডাউনলোডের জন্য একটি সাইট । এখানে প্রায় ৫০০০ টি ফ্রি বিশ্ব মানচিত্র (World Map vector ) ভেক্টর সমন্বয় ঘটেছে। এখানে Ai,EPS and SVG ফরম্যাটের ভেক্টর খুঁজে পাওয়া যাবে। এছাড়াও এখানে সামাজিক মাধ্যমে ব্যবহৃত হওয়া বিভিন্ন World Map বিভিন্ন স্টাইল ও প্যাটার্নে পাওয়া যাবে।

১০। Cgispread

প্রিমিয়াম এবং বান্ডিল ও সেরা ভেক্টরের জন্য cgispread একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ,বান্ডিল , অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।

🌀 Download Free Vectors | 45+ Sites To Grab Vectors 🌀

  1. Keowstudio
  2. Freepik
  3. All-free-download
  4. Freevector
  5. Vecteezy
  6. Freevectors
  7. 1001freedownloads
  8. Freedesignfile
  9. Free-vectors
  10. Vector4free
  11. Coolvectors
  12. Freevectors
  13. Vectorportal
  14. Vectorjunky
  15. Vector-eps
  16. Vixeden
  17. Vectorish
  18. Deviantart
  19. Vectorwallpapers
  20. Vectorgoods
  21. Cgispread
  22. Dryicons
  23. Freevectormaps
  24. Pixabay
  25. Freevectorarchive
  26. Vectors4all
  27. Dribbble
  28. Qvectors
  29. Blugraphic
  30. Vector
  31. 123freevectors
  32. Lightstock
  33. Fordesigner
  34. Vectorian
  35. Webdesignhot
  36. Allvectors
  37. Freevectors
  38. Vector-finder
  39. Vectors4free
  40. 365psd
  41. 7428
  42. Vectorvaco
  43. Freevectors
  44. Vectorbackground
  45. Vectorstock

Enjoy 👍❤️

তাহলে আর দেরি কেন? এখনই এসব সাইটে ভিজিট করে আপনার প্রয়োজনীয় ভেক্টর আর্ট ফাইলটি ডাউনলোড করে নিন, সম্পূর্ণ বিনামূল্যে!

ফ্রিতে প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করার ট্রিকস এবং ওয়েবসাইট।

naem021

আমি মোঃ নাঈম মিয়া। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনার এবং এন্ড্রোইড অ্যাপ ডেভেলপার হিসাবে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button