জেনে নিন ফ্রি গ্রাফিক ডিজাইনারদের জন্য সেরা ৪৫টি ভেক্টর সাইট
আমাদের ডিজাইনের প্রয়োজনে কমবেশি সব ডিজাইনারেরই ভেক্টর আর্ট নিয়ে কাজ করতে হয়। আর এজন্য উপযুক্ত ভেক্টর আর্টটি বাছাই করতে আমাদের সবাই কেই গুগলের সাহায্য নিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই তারা তাদের ডিজাইনের জন্য প্রয়োজনীয় কিংবা উপযুক্ত ভেক্টর আর্টটি খুঁজে পেতে সমস্যায় পড়েন। কিন্তু অনলাইনে শুধু ভেক্টর আর্ট ডাউনলোডের জন্যই সেরা কিছু ফ্রি সাইট আছে যা প্রত্যেক ডিজাইনারকেই অহেতুক সময় নষ্ট থেকে রক্ষা করবে। এর কারণে ডেডলাইনের মধ্যে তড়িঘড়ি করে কোনো প্রজেক্ট জমা দেয়ার কোনো বিড়ম্বনা থাকবে না।
তাই আজ আমি গ্রাফিক ডিজাইনারদের ফ্রি ভেক্টর আর্টের জন্য সেরা কিছু সাইট নিয়ে এসেছি আশা করি আপনাদের পছন্দ হবে.
ফ্রিতে গ্রাফিক ডিজাইনারদের জন্য সেরা ৪৫টি ভেক্টর সাইট
১। keowstudio
প্রিমিয়াম এবং বান্ডিল ও সেরা ভেক্টরের জন্য keowstudio একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ,বান্ডিল , অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।
২। Freepik
প্রতিদিন ব্যবহারের জন্য প্রয়োজনীয় সকল ফ্রি ভেক্টর খুঁজে পেতে Freepik সাইটের কোনো জুড়ি নেই। Freepik এর ডেভেলপাররা নিজেদের ফ্রি ভেক্টর ইমেজ ডাউনলোড করার জন্য সেরা সাইট বলে দাবি করে। ফ্রি ভেক্টর আর্ট, ইলাস্ট্রেশন, আইকন, PSD ফাইল প্রভৃতি ডাউনলোডের জন্যও Freepik এর কোনো তুলনা নেই। প্রায় দশ লক্ষ ফ্রি ভেক্টর ও ইমেজ পাওয়া যাবে এখানে। আর আর এই ফাইলগুলো AI, EPS ফরম্যাটে ডাউনলোড করা যাবে।
৩। Vector4Free
এখানে বর্ণিত অন্যান্য সাইটের তুলনায় এই সাইটের সবগুলোই ভেক্টর বেশ উন্নতমানের এবং সেরা। এইখানে অনেক ফ্রি ভেক্টর ইমেজ পাওয়া যাবে এখানে যা ডিজাইনাররা তাদের ব্যক্তিগত ডিজাইনের কাজে ব্যবহার করতে পারবেন। কিন্তু কমার্শিয়াল কাজে ব্যবহার করার আগে অবশ্যই এই সাইটের শর্তাবলি ভালোভাবে পড়ে নেয়া উচিত!
৪। Vectorjunky
এই সাইটেও প্রচুর ফ্রি ভেক্টর আর্ট পাওয়া যাবে ডিজাইনের জন্য। এই সাইটটিতে অনেক ডিসাইন এলিমেন্টস আছে এবং বড় ও অন্যতম আর্টিস্ট কমিউনিটি এটি। ক্যাটাগরি ও সার্চ ইঞ্জিন থেকে খুব সহজেই তাই যেকোনো ভেক্টর আর্ট ও স্টক ইমেজ ডাউনলোড করা যাবে এই সাইট থেকে।
৫। Freevector
এই সাইটে প্রায় 15k(১৫ হাজার ) ভেক্টর সেটের সমন্বয়ে গঠিত একটি অপূর্ব সাইট। যারা তাদের নিজস্ব কোম্পানির জন্য লোগো ডিজাইন করতে চান তারা একবার এই সাইটে ঢুঁ মেরে দেখতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরির ফ্রি ভেক্টর খুঁজে পেতে ও ডাউনলোড করতে এই সাইটে ঘুরে আসতে পারেন।
৬। Silhouette
এই সাইটেও আপনারা silhouette সব ধরনের ভেক্টর ফাইল খুঁজে পাবেন যা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে।
৭। Freeimages
এই সাইটে প্রায় ২,৮০,০০০ ভেক্টর ইমেজ পাওয়া যাবে যা সম্পূর্ণ বিনামূল্যে ডিজাইনের কাজে ব্যবহার করা যাবে। কাজের সুবিধার জন্য এই লোগো ও আইকন সকল ডিজাইনারকেই বেশ ভালো কাজে দিবে। এখানে লোগো ও আইকন পৃথকভাবে খুঁজে পেতে এগুলোকে আলাদা আলাদা সেকশনে ভাগ করা হয়েছে।
৮। Freedesignfile
Freedesignfile এ সাইটটি ভেক্টরের জন্য একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ, অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।
৯। Freevectormaps
ফ্রি ভেক্টর বিশ্ব মানচিত্র (World Map vector ) ডাউনলোডের জন্য একটি সাইট । এখানে প্রায় ৫০০০ টি ফ্রি বিশ্ব মানচিত্র (World Map vector ) ভেক্টর সমন্বয় ঘটেছে। এখানে Ai,EPS and SVG ফরম্যাটের ভেক্টর খুঁজে পাওয়া যাবে। এছাড়াও এখানে সামাজিক মাধ্যমে ব্যবহৃত হওয়া বিভিন্ন World Map বিভিন্ন স্টাইল ও প্যাটার্নে পাওয়া যাবে।
১০। Cgispread
প্রিমিয়াম এবং বান্ডিল ও সেরা ভেক্টরের জন্য cgispread একটি সেরা সাইট। এখানে হাজার হাজার ফ্রি’তে ভেক্টর পাওয়ার পাশাপাশি বিভিন্ন ফ্রি ফটোশপ ব্রাশ,বান্ডিল , অ্যাকশন, ফটোগ্রাফি ও ফন্টের এক চমৎকার সংগ্রহ আছে। এছাড়াও এখানে ইলাস্ট্রেটরে মোডিফাই করার জন্য বিভিন্ন ভেক্টর ডিজাইন ইলিমেন্ট, ভেক্টর ইমেজ পাওয়া যাবে। ব্যক্তিগত ব্যবহারের পাশাপাশি কমার্শিয়াল কাজের জন্যও এই ইমেজগুলো ব্যবহার করা যাবে।
🌀 Download Free Vectors | 45+ Sites To Grab Vectors 🌀
- Keowstudio
- Freepik
- All-free-download
- Freevector
- Vecteezy
- Freevectors
- 1001freedownloads
- Freedesignfile
- Free-vectors
- Vector4free
- Coolvectors
- Freevectors
- Vectorportal
- Vectorjunky
- Vector-eps
- Vixeden
- Vectorish
- Deviantart
- Vectorwallpapers
- Vectorgoods
- Cgispread
- Dryicons
- Freevectormaps
- Pixabay
- Freevectorarchive
- Vectors4all
- Dribbble
- Qvectors
- Blugraphic
- Vector
- 123freevectors
- Lightstock
- Fordesigner
- Vectorian
- Webdesignhot
- Allvectors
- Freevectors
- Vector-finder
- Vectors4free
- 365psd
- 7428
- Vectorvaco
- Freevectors
- Vectorbackground
- Vectorstock
Enjoy 👍❤️
তাহলে আর দেরি কেন? এখনই এসব সাইটে ভিজিট করে আপনার প্রয়োজনীয় ভেক্টর আর্ট ফাইলটি ডাউনলোড করে নিন, সম্পূর্ণ বিনামূল্যে!
ফ্রিতে প্রিমিয়াম ফন্ট ডাউনলোড করার ট্রিকস এবং ওয়েবসাইট।