BDIX কি, কেমন হতো যদি BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা যেত?

BDIX কি, কেমন হতো যদি BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা যেত?How to Bypass BDIX Speed

BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা

BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করা

How to Bypass BDIX Speed

How to Bypass BDIX Speed

BDIX  কি?

BDIX এর পূর্ণরূপ হল Bangladesh Internet Services Exchange . যারা ব্রডব্যান্ড ইউজার রয়েছেন তাদের কাছে BDIX কথাটি বেশ পরিচিত.BDIX এক ধরনের ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে যার মাধ্যমে আপনি খুব সহজেই তাদের সার্ভার থেকে যে কোন ফাইল অনেক কম সময় অনেক দ্রুত গতিতে ডাউনলোড করতে পারবেন ।

এ ক্ষেত্রে আপনার নরমাল নেট এর স্পীড যাই হোক না কেন আপনি তার চেয়ে অনেক বেশি পরিমাণ ডাউনলোড স্পীড পাবেন । একটি সহজ উদাহরন এর মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করছি । BDIX মূলত বাংলাদেশের সব ISP গুলোর মধ্যে একটি লোকাল inter-connection.বেশির ভাগ ISP তেই bdix এর জন্য আলাদা স্পীড দেওয়া থাকে (সাধারণত ১০০-১০০০ Mbps পর্যন্ত), যেমন Youtube/facebook এ বেশি স্পীড দেওয়া থাকে ঠিক সেইরকম।

BDIX স্পীড টেস্ট করব কিভাবে?

How to Bypass BDIX Speed?

BDIX স্পীড টেস্ট এর জন্য এই সাইট www.speedtest.net ইউজ করতে পারেন! এখানে BDIX স্পিড টেস্ট করে দেখতে পারেন।

কিভাবে ইন্টারনেট স্পিড বাড়াবো?

BDIX স্পিডে সব কিছু ডাউনলোড করতে হলে প্রথমত আপনাকে এই লিংক থেকে Download Proxifier Software টা ডাউনলোড করতে হবে। ডাউনলোড শেষ হলে এবার এপ টা সহজ ভাবে ইন্সটল করেনিন আপনার কম্পিউটারে। আর হ্যা আমি আবার ও বলে নিচ্ছি যাদের ISP BDIX সাপোর্টেড না তারা Try করবেন না। Proxifier Install শেষে Open করার পর আপনার কাছে Licence চাইলে। Proxifier License Key Tools টা open করার আগে আপনার Antivirus টা Off করে নিবেন তা না হলে কিন্তু কাজ করবে না। আর অবশ্যই IDM ( Internet Downlaod Manager) Install করে নিবেন। কেননা সাভাবিক ভাবে Download এর ক্ষেত্রে IDM খুব ভালো কাজ করে।

How to Bypass BDIX Speed?

BDIX বাইপাস হয় মূলত BDIX সার্ভারের বা BDIX কানেক্টেড ভিপিএন ইউজ করলে। এখন প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব? যখন আপনি BDIX কানেক্টেড ভিপিএন ইউজ করেন তখন আপানার ISP র রাওটার আপানাকেই BDIX মনে করে কেননা তখন আপানার আইপি BDIX সারাভারের তাই ISP র রাওটার আপনাকে BDIX ভেবে BDIX এর স্পীড RAW স্পীডে দিতে থাকে!

HOW TO SET UP BDIX PROXY ON PROXIFIER?

 Proxifier এ প্রক্সি Setup এর জন্য নিচের ছবি গুলো খুব ভালো ভাবে লক্ষ করুন। প্রথমে Proxifier Open করুন তারপর, উপরের Proxy Server এ Click করুন।
HOW TO SETUP BDIX PROXY ON PROXIFIER?

এখন Add Button এ Press করুন তারপর Server Address Box এ Proxy বসান। এবং Port Option এ Proxy Port বসান, তারপর নিচের Protocol Option থেকে  আপনাদের SOCKS অনুযায়ী Version Select করে ( SOCKS Version 4/5 Select করে নিচের OK Button এ প্রেস করুন। ( নিচের ছবি অনুসরন করুন )

How to Bypass BDIX Speed

প্রথমে Address এ জায়গায় আমার দেওয়া proxy টি use করেন । এখন থেকে  proxy টি Download proxy করে নিবেন |

How to Setup Rules on Proxifier?

শেষ হয়ে গেলো আপনার প্রক্সি সেটাপ এখন আপনাকে প্রক্সি Rule Set করতে হবে। Proxy Rule সেট করার জন্য উপরের Menu Bar থেকে Profile এ ক্লিক করে Proxification Rules এ প্রেস করুন।

How to Bypass BDIX Speed

তারপর Local Host এবং Default এর একদম ডান পাসে Action Menu এর ড্রপ ডাউন এ প্রেস করে Proxy Select করে নিচের Ok Button এ প্রেস করে দিন । শেষ হয়ে গেলো আপনার Proxifier Setup.

আশা করি, BDIX স্পিডে সবকিছুই ডাউনলোড করার ট্রিকস গুলো আপনার Internet Browsing  সহায়তা করবে। এই আর্টিকেল টি ভালো লাগলে অশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং নিত্য নতুন ব্লগ পোস্ট পাওয়ার জন্য প্রতিদিন ভিজিট করুন আমার ব্লগ।

naem021

আমি মোঃ নাঈম মিয়া। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনার এবং এন্ড্রোইড অ্যাপ ডেভেলপার হিসাবে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button