বিনামূল্যে উইন্ডোজ এক্টিভেট করুন কোনো সফটওয়্যার ছাড়াই।

পিসির জন্য বিভিন্ন ফ্রী অপারেটিং সিস্টেম থাকলেও আমরা উইন্ডোজ এই বেশী অভ্যস্ত। তার কারণও আছে, অন্যান্য অপারেটিং সিস্টেম গুলোতে এতো বেশী সফটওয়্যার এভেইলএবল নেই যা উন্ডোজ এ আছে।

কিন্তু সমস্যা হলো গিয়ে অন্য অপারেটিং সিস্টেমের মতো উইন্ডোজ ফ্রী না, টাকা দিয়ে কিনতে হয়! আসলেই কি তাই?

অফিসিয়াল ফ্রী উইন্ডোজ

যারা জানেন না উইন্ডোজ কিন্তু অফিসিয়াল ভাবেই ফ্রীতে ব্যাবহার করা যায়। এজন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার প্রযোজনীয় ভার্সন টি ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে।
তবে অফিসিয়াল উন্ডোজ ফ্রী তে দুটি রেস্ট্রিকশন রয়েছে।

  • হোম স্ক্রিন কাস্টমাইজ করা যাবেনা।
  • হোম স্ক্রিনে Activate Windows লিখা থাকবে।

এ দুটি রেস্ট্রিকশন সরাতে আমাদের প্রিমিয়াম লাইসেন্স লাগবে যার প্রাইস ১৮০০০৳ মাত্র। 😐

উন্ডোজ লাইসেন্স এক্টিভেট করার স্ক্রিপ্ট

চিন্তার কিছু নেই, এই স্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রি-তেই অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা উইন্ডোজ এক্টিভেট করে নিতে পারবেন। কোনো থার্ড পার্টির কাছ থেকে টেম্পোরারি কি(key) বা কোনো সফটওয়ার ও ইনস্টল করা লাগবেনা।

এই স্ক্রিপ্ট এর সোর্স কোড গিটহাবে দেয়া আছে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
গিটহাব লিংকঃ Microsoft Activation Scripts

যেভাবে উন্ডোজ প্রিমিয়াম লাইসেন্স এক্টিভেট করবেন

প্রথমে উন্ডোজ এর Start Menu থেকে PowerShell বা Terminal ওপেন করুন। খূজে না পেলে PowerShell লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।


নোটঃ PowerShell আর Command Prompt (CMD) কিন্তু এক না। এটা Command Prompt এ কাজ করবেনা। আর স্ক্রিপ্ট রান করার সময় অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকা লাগবে।

এবার PowerShell এ নীচের কোড টি কপি পেস্ট করে Enter চাপুন।

irm https://massgrave.dev/get | iex

নীচের ছবির মতো কিছু অপশন দেখতে পাবেন।

কিবোর্ড থেকে 1 ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন। কিছু স্ক্রিপ্ট রান হবে, যা আপনার নেট স্পিড অনুযায়ী কম বেশী সময় লাগতে পারে। উইন্ডোজ এক্টিভেট হয়ে গেলে এরকম একটি মেসেজ দেখতে পাবেন:

Windows 11 Pro is permanently activated with a digital license.

এই মেসেজ শো করলে বুঝতে পারবেন আপনার উইন্ডোজ এক্টিভেট হয়েছে। এবার আপনি PowerShell Close করে দিতে পারেন। সেটিংস থেকে এক্টিভেশন অপশনে গিয়ে চেক করে নিতে পারেন এক্টিভেট হয়েছে কি-না।

তো এই ছিলো কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার বা কোনো কি (key) Buy করা ছাড়াই উইন্ডোজ এক্টিভেট করার ট্রিক্স। এর মাধ্যমে শুধু উইন্ডোজ না, মাইক্রোসফট অফিস এর ও প্রিমিয়াম কি (Key) জেনারেট করতে পারবেন।

কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন।

naem021

আমি মোঃ নাঈম মিয়া। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনার এবং এন্ড্রোইড অ্যাপ ডেভেলপার হিসাবে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button