নিজেই তৈরি করুন পাওয়ারফুল ক্যামেরা ও ভয়েস হ্যাক টেলিগ্রাম বট

পাওয়ারফুল ক্যামেরা এবং ভয়েস হ্যাক টেলিগ্রাম বট তৈরি করার সম্পূর্ণ গাইড

আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো যে কিভাবে আপনি আপনার নিজস্ব ক্যামেরা হ্যাক টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন। এতদিন আপনারা অন্যর তৈরি করা টেলিগ্রাম বট ব্যবহার করে আসছেন যেগুলা অনেকটা সিকিউর না বললেও চলে কেননা সেখানে আপনি যে তথ্যগুলো হ্যাক করেন সেগুলো তাদের বটে চলে যায় এবং তারা চাইলে আপনার হ্যাক করার তথ্য গুলো দেখতে পারবে।

কিন্তু এই বটে এমন একটি সিস্টেম করা হয়েছে যে যে এটার মাধ্যমে আপনি নিজেই আপনার টোকেন ব্যবহার করেন ক্যামেরা হ্যাক তৈরি করতে পারবেন। এবং এটার সম্পূর্ণ হ্যাক করা তথ্য অন্য কেউ দেখতে পারবেনা একমাত্র আপনি ছাড়া!

এবং এখানে সব থেকে আরো একটি মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার এটা তৈরি করতে কোন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা লাগবে না আপনি এক মিনিটে এটি তৈরি করতে পারবেন।

তো আর বেশি কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল পোস্টে, প্রথমে আপনারা আমার নিচে Screenshots সবগুলো ফলো করেন।

টেলিগ্রাম বট তৈরির বট লিংক : @UltraTracker_bot

লিংক দিয়ে সহজে মোবাইলের ক্যামেরা হ্যাক করুন

বটটা দেখতে পারতাছেন এরকম একটি বট পাবেন, সেটি ওপেন করে স্টার্ট করে নিবেন।

Hack mobile camera easily with link

তারপর এখানে যে দেখতে পারতেছেন মেনু অপশন মেনুতে ক্লিক করার পর ক্রিয়েট এ নিউ বট এরকম একটা কমান্ড পাবেন এটাতে ক্লিক করে দেবেন।

এই অপশনে ক্লিক করার পর বট ফাদার থেকে আপনাকে একটা রিপ্লাই দেয়া হবে সেখানে আপনার তৈরি করা বটের নাম দিতে হবে এখানে আপনি আপনার নিজস্ব যেকোনো নাম এটা দিতে পারেন আমি এখানে এমনি একটা দিয়ে দিলাম।

আপনার বটের নাম দেওয়ার পর আপনার বোটের ইউজার নাম চাওয়া হবে তারপর আপনি আপনার বোটের ইউজার নাম লিখবেন অবশ্যই ফলো করবেন লাস্টে _bot লিখবেন।

camera Hack easily with link

তারপর উপরে যে লিংকটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার বটের লিংক এটাতে ক্লিক করে আপনি বটটা স্টার্ট করে নিবেন

camera Hack bot

তো দেখুন আমি আমার তৈরি করা টেলিগ্রাম বটটা স্টার্ট করে নিলাম এরপর আপনি ব্যাকে আসবেন। TrackerZone Bot টি ওপেন করে নিবেন।

TrackerZone Bot

এরপর আপনি ট্র্যাকার জন বটটা স্টার্ট করে দিবেন তারপর এখানে অনেকগুলো অপশন শো করবে এরপর আপনি প্রথমে Set BotToken অপশনে ক্লিক করবেন

তারপর আপনি বট ফাদার থেকে আপনার তৈরি করার যে বট টি তৈরি করলেন সেখানে যে টোকেন টা কপি করেছিলেন, সেটা এইখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দেবেন।
তারপর সব কাজ ওকে।

TrackerZone Bots

এখন সর্বপ্রথম উপরে যে অপশনটা আছে হ্যাক ক্যাম এন্ড ভিডিও এই অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার হ্যাকিং লিংক গুলো আপনি পেয়ে যাবেন।

TrackerZone Bots setup

এখন আপনি চাইলে এগুলো আপনার ভিকটিমকে দিতে পারেন বা আপনার যেমন চায় তেমনি ভাবে ইউজ করতে পারেন। চাইলে লিংকগুলো কে শর্ট করে নিতে পারেন ? ওকে এরপর হচ্ছে আমি আমার তৈরি করে টেলিগ্রাম বট টা ওপেন করলাম দেখুন সবগুলো তথ্য এখানে চলে এসেছে। আমার পিক তুলে এখানে বটে পাঠিয়ে দিয়েছে,

camera Hack bot photo

আপনি ও যেটা তৈরি করবেন সেখানে আপনাকে পাঠিয়ে দেবে।

তো এই ছিল বন্ধুরা আজকের পোস্ট তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না । আল্লাহ হাফেজ।

কারণ আপনার কমেন্ট আমাকে পোস্ট লিখতে উৎসাহ করে ।

naem021

আমি মোঃ নাঈম মিয়া। নিজেকে আমি একজন প্রযুক্তি প্রেমী মানুষ হিসাবে পরিচিত দিতে বেশি পছন্দ করি। আমি শিখতে ও শেখাতে পছন্দ করি তাই নিজের এই ছোট্ট ব্লগের মাধ্যমে ইন্টারনেটে বাংলায় প্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন ধরনের আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করছি। বর্তমানে আমি গ্রাফিক্স ডিজাইনার এবং এন্ড্রোইড অ্যাপ ডেভেলপার হিসাবে কাজ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button